জীবন বিজ্ঞান থেকে আরো প্রশ্ন

Show Important Question


281) রানভিয়ারের নোড হলো কিছু আণুবীক্ষণিক ফাক যা দেখতে পাওয়া যায়। নিম্নের কোনটিতে?
A) গ্রন্থির কোষ
B) মায়ালিনেটেড
C) অস্টিওব্লাস্ট
D) কনডোব্লাস্ট

282) নিম্নের কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয়--
A) থাইরয়েড
B) সেন্ট্রোজোম
C) রাইবোজোম
D) পিটুইটারি

283) নিচের কোনটি মূল দ্বারা বংশবিস্তার করে
A) আলু
B) পাথরকুচি
C) রাঙা আলু
D) আদা

284) নীচের কোন বিভাগ কে 'ক্রিপ্টোগামে' বলা হয়?
A) বাইওফাইটা, পেট্রিডফাইটা এবং এনজিওস্পার্ম
B) থ্যালোফাইটা, পটারডফিফট এবং বাইওফাইটা
C) থ্যালোফাইটা, বাইওফাইটা এবং এনজিওস্পার্ম
D) জাইনষ্প্রাম, এনজিওস্পার্ম এবং থ্যালোফাইটা

285) নিম্নলিখিত কোনটি ফুলের কেন্দ্রে বিদ্যমান?
A) পাপড়ি
B) সেপাল
C) গর্ভপত্র
D) পুংকেশর

286) নিচের কোনটি মিশ্র গ্রন্থির উদাহরণ--
A) প্লীহা
B) যকৃৎ
C) অগ্ন্যাশয়
D) পিটুইটারি

287) কালা জ্বরের ওষুধ প্রস্তুতিতে ব্যবহৃত হয় নিম্নের কোনটি ?
A) অ্যামোনিয়া
B) ইউরিয়া
C) সালফিউরিক অ্যাসিড
D) হাইড্রোক্লোরিক অ্যাসিড

288) দাঁত এর ব্যাথার জন্য নিম্নের কোন তেল ব্যাবহৃত হয়
A) নারকেলের তেল
B) সরষের তেল
C) লবঙ্গের তেল
D) রেডির তেল

289) থাইরয়েড কোন ধরনের গ্রন্থি?
A) বহিঃক্ষরা গ্রন্থি
B) অন্তঃক্ষরা গ্রন্থি
C) মিশ্র গ্রন্থি
D) কোনোটিই নয়

290) ছত্রাকের হাত থেকে খাদ্যশস্যকে রক্ষা করার সহজতর পদ্ধতি কি?
A) কীটনাশক স্প্রে করা
B) সেদ্ধ করা
C) সূর্যের আলোয় শুকিয়ে নেওয়া
D) উপরের কোনটিই নয়

291) নিচের কোনটি একটি উভকামী ফুল(bisexual flower) ?
A) পেঁপে
B) শসা
C) সরিষা
D) তরমুজ

292) নীচের কোনটি নিউরো হরমোন ?
A) সিক্রেটিন
B) ভেসোপ্রেসিন
C) প্রোস্টাগ্লন্ডিন
D) রেনিন

293) নিম্নলিখিত কোনটি স্যাপ্রোট্রফ ?
A) মাশরুম
B) শ্যাওলা
C) পায়রা
D) মানুষ

294) রিকেট কী ?
A) অভাবজনিত লক্ষণ
B) সংক্রামিত ব্যাধি
C) বংশগত রোগ
D) কোনটি সঠিক নয়

295) কোন মাছ সমুদ্রে ডিম পাড়ে?
A) বান মাছ
B) ইলিশ মাছ
C) মাগুর মাছ
D) তেলাপিয়া মাছ

296) হলুদের কোন যৌগটি জীবাণুনাশক হিসাবে কাজ করে?
A) অ্যালিসিন
B) কারকিউমিন
C) পিপেরাইন
D) মরফিন

297) মানবদেহের সর্বাপেক্ষা কঠিন অস্থি কোনটি--
A) গ্লুটিয়াস ম্যাক্সিমাস
B) ফিমার
C) টেম্পোরাল অস্থি
D) ম্যান্ডিবল

298) নিম্নলিখিত কোনটি বিস্ফোরক হিসাবে ব্যবহার করা হয়?
A) ফসফরাস ডাইক্লোরাইড
B) মারকিউরিক অ্যাসিড
C) গ্রাফাইট
D) নাইট্রোগ্লিসারিন

299) কোনটি C4 উদ্ভিদ নয় ?
A) ভুট্টা
B) আলু
C) ইক্ষু
D) আনারস

300) কোন গাছ থেকে চা তৈরি হয়?
A) কোলা
B) পুনিকা
C) থিওরোমা
D) ক্যামেলিয়া